বন্ধ হোক সর্বনাশা নেশা; ধুমপান...
ধুমপান মুক্ত সমাজ তৈরি করার জন্য আজকাল সরকারী বেসরকারীভাবে রেডিও টিভি বা পত্র-পত্রিকায় ব্যাপকভাবে বিজ্ঞপন প্রচার করা হয়। ডাক্তাররাও বার বার সাবধান করে দিচ্ছেন ধুমপান থেকে বিরত থাকার জন্য। তুলে ধরছেন তারা ধুমপানের করুণ পরিণতির চিত্র। কিন্তু তারপরও আমাদের দেশ শুধু নয়- তৃতীয় বিশ্বের দেশগুলোতে ধুমপান বেড়েই চলেছে। কমছে না। এর কারণ কি? এ এমনি একটি নেশা সামনের মাথায় থাকলে টানতে ইচ্ছে করে। না থাকলে নয়। তাই সিগারেট যদি তৈরি না হয়। ধুমপান আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর সিগারেট তৈরি করে মানুষের সামনে দিয়ে বলা হচ্ছে ধুমপান করবেন না। বলা হচ্ছে ধুমপান বিষপান। এটা এক ধরনের বোকামী ও পাগলামী। জানিনা, আমার মতের সাথে আর কারো মতের মিল হবে কিনা।
যেহেতু, আমি ধুমপান থেকে বিরত; আপনিও বিরত থাকুন সুস্থ জীবন গড়ুন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন