ত্রিপরাদের ঐতিহ্যবাহী একটি তীর্থ ভ্রমন মাতাই পুখিরি
আসছে আগামী ১৩ই এপ্রিল ২০১৮ ইং ত্রিপুরাদের ঐতিহ্যবাহী একটি তীর্থ ভ্রমন দেবতা পুকুর বা মাতাই পুখিরিতে পূণ্যর্থীরা সমাগম হবে। এই দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পূণ্যর্থীরা মিলিত হয়। জেলা সদর থেকে মাত্র ৫ কিঃ মিঃ দক্ষিণে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের কোল ঘেঁষে অবস্থিত মাইসছড়ি এলাকার নুনছড়ি মৌজার আলুটিলা পর্বত শ্রেনী হতে সৃষ্ট ছোট্ট নদী নুনছড়ি। সমুদ্র সমতল হতে ৭০০ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় দেবতার পুকুর রূপকথার দেবতার আর্শিবাদের মতো সলিল বারির স্রোতহীন সঞ্চার। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অথাৎ ১৩ই এপ্রিল ত্রিপুরা সম্প্রদায়ের হাজার হাজার নরনারী পূণ্য লাভের আশায় পুকুর পরিদর্শনে দুরদূরান্ত থেকে ছুটে আসে।