পোস্টগুলি

ত্রিপরাদের ঐতিহ্যবাহী একটি তীর্থ ভ্রমন মাতাই পুখিরি

ছবি
আসছে আগামী ১৩ই এপ্রিল ২০১৮ ইং ত্রিপুরাদের ঐতিহ্যবাহী একটি তীর্থ ভ্রমন দেবতা পুকুর বা মাতাই পুখিরিতে পূণ্যর্থীরা সমাগম হবে। এই দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পূণ্যর্থীরা মিলিত হয়। জেলা সদর থেকে মাত্র ৫ কিঃ মিঃ দক্ষিণে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের কোল ঘেঁষে অবস্থিত মাইসছড়ি এলাকার নুনছড়ি মৌজার আলুটিলা পর্বত শ্রেনী হতে সৃষ্ট ছোট্ট নদী নুনছড়ি। সমুদ্র সমতল হতে ৭০০ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় দেবতার পুকুর রূপকথার দেবতার আর্শিবাদের মতো সলিল বারির স্রোতহীন সঞ্চার। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অথাৎ ১৩ই এপ্রিল ত্রিপুরা সম্প্রদায়ের হাজার হাজার নরনারী পূণ্য লাভের আশায় পুকুর পরিদর্শনে দুরদূরান্ত থেকে ছুটে আসে।

বন্ধ হোক সর্বনাশা নেশা; ধুমপান...

ছবি
ধুমপান মুক্ত সমাজ তৈরি করার জন্য আজকাল সরকারী বেসরকারীভাবে রেডিও টিভি বা পত্র-পত্রিকায় ব্যাপকভাবে বিজ্ঞপন প্রচার করা হয়। ডাক্তাররাও বার বার সাবধান করে দিচ্ছেন ধুমপান থেকে বিরত থাকার জন্য। তুলে ধরছেন তারা ধুমপানের করুণ পরিণতির চিত্র। কিন্তু তারপরও আমাদের দেশ শুধু নয়- তৃতীয় বিশ্বের দেশগুলোতে ধুমপান বেড়েই চলেছে। কমছে না। এর কারণ কি? এ এমনি একটি নেশা সামনের মাথায় থাকলে টানতে ইচ্ছে করে। না থাকলে নয়। তাই সিগারেট যদি তৈরি না হয়। ধুমপান আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর সিগারেট তৈরি করে মানুষের সামনে দিয়ে বলা হচ্ছে ধুমপান করবেন না। বলা হচ্ছে ধুমপান বিষপান। এটা এক ধরনের বোকামী ও পাগলামী। জানিনা, আমার মতের সাথে আর কারো মতের মিল হবে কিনা। যেহেতু, আমি ধুমপান থেকে বিরত; আপনিও বিরত থাকুন সুস্থ জীবন গড়ুন।

কী ভীষণ প্রশান্তি নিয়ে আমি লিখছি

কী ভীষণ প্রশান্তি নিয়ে আমি লিখছি তা কি তুমি জানো? জানেন আমার আজকের দিনটা আমার জন্য কতটা স্মরণীয়। কারণ, আজ আমি তোমার দেখা পেয়েছি! আজ যখন ফাল্গুণের হঠাৎ ঝুম বৃষ্টিতে আমি অশ্রুবর্ষা ঝরিয়ে দিচ্ছিলাম স্মৃতিমঞ্চ ঘেঁষে দাঁড়িয়ে, তখনো জানতাম না আর অল্প কিছুদূর পেরুলেই তোমার দেখা পাবো! একটা দশক আমাকে অপেক্ষায় রেখে তুমি এলে অবশেষে। অপেক্ষার প্রহরগুলো কতটা তীব্র হয়, তুমি তো জানতে! তুমি আমার জীবনের ঐশ্বর্য, আমার হৃদয়ের রক্তিম আলপনা। তুমি তো সত্যিই মরুর বুকে ফুল জন্মে দেওয়া এক মহামানবী। তোমার স্মিগ্ধতা আর নিষ্কলুষতার স্পর্শে আমি ধন্য হয়ে আছি, থাকবো প্রতিদিন। ভাবিনি কখনো পথচলতে তোমার দেখা পাবো। বুঝিনি তোমার জন্য আমাকে একটা দীর্ঘসময় অপেক্ষা করতে হবে, ভাবিনি তুমি আমার পড়ে থাকা অবহেলিত হৃদয়ে এভাবে প্রাণসঞ্চার করবে; তুমি আমায় পুনরুজ্জীবিত করবে! হৃদয়শীতলকরা ভালোবাসার অনুভূতি যা তুমি আমার মাঝে জাগিয়েছ, তার বিনিময়ে আমি তোমাতে মুগ্ধ রবো অনন্তকাল। আচ্ছা, তুমি কি জানো একযুগ আগে ঝুম বৃষ্টির সময় আকুল হয়ে কেঁদে হারিয়েছিলাম, আজকের বর্ষণে সেই হারানো রত্ন আমি সম্ভবত ফিরে পেয়েছি। জীবনের বড় একটা অংশ পেরিয়ে এসেছি,...